Skip to Content
Filters

author.name

অনিরুদ্ধ আলম

অনিরুদ্ধ আলম পেশাগত জীবনে একজন ফ্রিল্যান্স উন্নয়নকর্মসূচি কন্সালটেন্ট এবং উন্নয়ন-যােগাযােগ বিশেষজ্ঞ। তিনি এ পর্যন্ত চল্লিশটিরও অধিক বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তাঁর প্রকাশিত বইগুলাের মধ্যে উল্লেখযােগ্য হল: ভালােবাসা প্রিয়তমাসু (কবিতা), সােনালি নৈঃশব্দ্যের হরিণাবলি (কবিতা), প্রেম কি কেবলি পাখিপ্রবণ (কবিতা), অনেকটা পথ হাঁটতে হবে ঘুমিয়ে পড়ার আগে (কিশাের-কবিতা), এইসব রাতদিন (কিশাের-কবিতা), দূরের ডাক (ছড়াকবিতা), তারপর তারপর (ছড়া), সকলের জন্যে পরিবেশ পরিবেশের জন্যে সকলে (ছড়ানাটিকা), পিঁপড়ে (সায়েন্স ফিকশন উপন্যাস), অপারেশন ক্যালপি বত্রিশ (সায়েন্স ফিকশন উপন্যাস), এবং ক্রিনাের অপেক্ষায় (সায়েন্স ফিকশন উপন্যাস), তেইশশত দুই সালের এক জানুয়ারি (ছােটোগল্প), ২৪ অক্টোবর ১৯৭১ (উপন্যাসিকা), দু শ’ বছরের সেরা বাংলা কিশাের গল্প (সম্পাদিত গল্পের সংকলন), তােমাদের জন্যে বাংলা বানান (বাংলা বানানবিষয়ক প্রবন্ধ), আমাদের কালাে মানিক: মানিক বন্দ্যোপাধ্যায় (জীবনী)। শিক্ষাগত জীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং কম্পিউটার-প্রযুক্তি বিষয়ে দেশেবিদেশে পড়াশুনা করেছেন। বর্তমানে সপরিবারে কানাডায় বসবাস করছেন।