অনীলা পারভীন
অনীলা পারভীন জন্ম ১১ আগস্ট। বেড়ে ওঠা ঢাকার সিদ্ধেশ্বরীতে। শৈশবে বাবাকে হারিয়ে মায়ের ছায়ায় বড় হয়েছেন। 'সপ্তডিঙ্গা' নামে একটি পারিবারিক লাইব্রেরি ছিল বাড়িতে। বই পড়ার স্বাধীনতা ছিল অফুরান। বড় বােনকে অনুসরণ করে, ডায়েরি লেখার মধ্য দিয়ে লেখালেখি শুরু। বই পড়া তাঁর নেশা। বর্তমানে কাজ করছেন। অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটিতে।