Skip to Content
Filters

author.name

অরিত্র দাস

অরিত্র দাস (বিডি) ইতিহাস এবং বাস্তবতা-সচেতন একজন শক্তিমান তরুণ কথাসাহিত্যিক। কলম এবং কালি দিয়ে মানুষ জমাতে চান । কবিতা এবং উপন্যাস তাঁর কাজের প্রধান ক্ষেত্র হলেও প্রবন্ধসাহিত্যেও উল্লেখযোগ্য রচনা রয়েছে তাঁর । রক্ত দিয়ে কিনেছি বাংলা, আমার সোনার বাংলায় মানবতা কোথায়? বাংলাদেশ তুমি কেমন আছো? ইত্যাদি প্রবন্ধে তাঁর দক্ষতার পরিচয় পাওয়া যায় দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ পত্রিকাসহ বেশ কিছু দৈনিক পত্রিকায় তিনি ধারাবাহিকভাবে কলাম লিখেন লেখালেখির পাশাপাশি প্রচুর ঘুরতে ভালবাসেন । হাতে কিছু টাকা জমা পড়লেই ট্যুর দিয়ে বেড়ানো তার স্বভাব। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশুনা করেছেন বরিশাল অমৃত লাল দে কলেজে। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে অধ্যায়নরত আছেন। অরিত্র দাসের জন্ম বরিশাল জেলার গৌরনদী থানার রামনগর গ্রামে।