Skip to Content
Filters

author.name

অরুন্ধতী মুখোপাধ্যায়

অরুন্ধতী মুখোপাধ্যায় প্রায় চল্লিশ বছর বরের কাগ রিপোর্টার ছিলেন অরুন্ধতী। শবরের জন্যে তিনি শহরে, দেশে-বিদেশে। কুঁড়ে ঘরের দাওয়া থেকে পাঁচতারা হোটেল, মাটির রাস্তা থেকে এয়ারপোদের মাকে কোনও জা বাদ পড়েনি ছোটার রাস্তায়। সাংবাদিকতায় হাতেখড়ি তারও আগে, পড়াশোনা করতে করতে। কলেজের পাঠ নেওয়ার সময় থেকে রেডিও দিয়ে শুরু, ফিলাপ সাংবাদিক। তখন আকাশবাণী ছাড়া বেসরকারি রেডিও চ্যানেল ছিল না। তারপর খবরের কাগজে লেখালিখি। একটু ইংরিজি, একটু পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে খবরের কাগজে কথা। এই পেশা সম পেশার অন্যতম মিলেছে, তখনই গল্পেরা ভিড় করেছে