অসিতাভ দাশ
অসিতাভ দাশ জন্ম ১৯৫৭ সালের ১৪ এপ্রিল। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে ও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেছেন। আঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যাক্রিশের অধিক। এবং প্রবন্ধের সংখ্যা পঞ্চাশের উর্ধে। স্বাধীনতা সংগ্রাম বিষয়ক তার লেখা গ্রন্থ ‘স্বাধীনতা সংগ্রামে ভারত তারিখ অভিধান (১৭৫৭-১৯৪৭), “শহীদ দিনেশ গুপ্ত জীবন ও সাহিত্য’, ‘স্বদেশ আমার জননী আমার’। উল্লেখযােগ্য যে ‘স্বাধীনতা সংগ্রামে ভারত তারিখ অভিধান (১৭৫৭-১৯৪৭)' গ্রন্থটি বাংলা ব্যতীত হিন্দি ও ইংরাজি ভাষাতেও অনূদিত হয়েছে।