Skip to Content
Filters

author.name

আ ব ম মহিউদ্দীন খান চৌধুরী

আ ব ম মহিউদ্দীন খান চৌধুরী কবি, লেখক, গবেষক, সম্পাদক আ.ব.ম. মহিউদ্দীন খান চৌধুরী। ছাত্রজীবন থেকে পত্র-পত্রিকা, ম্যাগাজিন ও স্মরণিকায় তার কবিতা, প্রবন্ধ প্রকাশিত হয়। লেখালেখির বিষয় ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ভ্রমণ ও জীবনী গ্রন্থ। ২ পৌষ ১৩৬২ সন, ব্রাউন কম্পাউন্ড, বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা ফজলে আলী খান চৌধুরী ও মাতা হাসি আরা বেগম। সহধর্মীনী ফারহানা আক্তারী। লেখাপড়া বরিশালের স্থানীয় নব আদর্শ বিদ্যালয়, বরিশাল জিলা স্কুল, ব্রজমােহন কলেজ ও ঢাকায় শহীদ সােহরাওয়ার্দী কলেজে। তিনি একজন সংগঠক। সেবামূলক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সদস্য। কর্মজীবনে বিজ্ঞাপণ সংস্থা, প্রকাশনা ও টুরিজমের সঙ্গে যুক্ত।