Skip to Content
Filters

author.name

আওলিয়া খানম টুলটুল

আওলিয়া খানম টুলটুল । ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানার অন্তর্গত দেবগ্রামে জন্ম। পড়াশুনা শুরু বাবার চাকরিস্থল চট্রগ্রাম থেকে। পরবর্তীতে ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে। মাস্টার্স। ছােটবেলা থেকেই লেখালেখির অভ্যাস থাকলেও, চাকরি, সংসার ও সন্তান এর কারণে। লেখালেখি আর হয়ে উঠেনি। চাকরি জীবনের শুরু কলেজের শিক্ষকতা দিয়ে। পরবর্তীতে সরকারি কর্মকর্তা হিসেবে অবসরের পর আরাে কিছুদিন কাজ করেছেন আইএলও তে। বর্তমানে লেখালেখির পাশাপাশি একজন ম্যানেজম্যান্ট কনসালটেন্ট ও ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার পরিচালনা করে থাকেন। চাকরিসূত্রে তিনি দেশে বিদেশে প্রচুর ভ্রমণ করেছেন। _ এ পর্যন্ত প্রকাশিত বই “একাত্তর ও মুক্তিযােদ্ধা পরিবার”, “যুদ্ধ ও ভালবাসা”, “সম্পর্কের টানাপােড়ন ও অনন্যার অনন্য গল্প” “স্বপ্নেরা ভেসে বেড়ায়। বিভিন্ন লিটল ম্যাগ ও মাসিক পত্রিকায় লেখালেখি করেন। টংকার সাহিত্য আড্ডার একজন নিয়মিত সদস্য।