Skip to Content
Filters

author.name

আখতারুন নাহার আলো

আখতারুন নাহার আলো জন্ম ৫ সেপ্টেম্বর, নোয়াখালী। পেশায় পুষ্টিবিদ। আগ্রহের জায়গা কবিতা, কথাসাহিত্য। কৈশোর জীবন কেটেছে ঢাকা, করাচি ও ইসলামাবাদে। ঢাকার অগ্রণী বালিকা বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয় থেকে পুষ্টিবিজ্ঞানে এমএসসি পাস করে ইব্রাহিম জেনারেল হাসপাতাল (বারডেম)-এর পুষ্টি বিভাগে যোগ দেন। বর্তমানে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডায়াবেটিস চিকিৎসাব্যবস্থার ওপর চেন্নাই ও ডেনমার্কের ব্যবস্থাপনায় কলকাতায় এবং WHO-এর ব্যবস্থাপনায় ঢাকায় প্রশিক্ষণ নিয়েছেন। তিনিই দেশের প্রথম পুষ্টিবিদ, যিনি পুষ্টির ওপর প্রাইভেট প্র্যাকটিস করছেন। সাহিত্য ও পুষ্টিবিষয়ক লেখার জন্য বাংলাদেশ ও ভারত থেকে ১২ বার পুরস্কৃত হয়েছেন। তার প্রথম গল্পগ্রন্থ শূন্য ও অন্তর। মোট বইয়ের সংখ্যা পাঁচ।