আজোয়াত জাহান দুশ্য
আজোয়াত জাহান দৃশ্য জন্ম ২০০৫ সালের ২০ জানুয়ারি। তার বাল্যকাল কেটেছে দিনাজপুর শহরে। পড়াশােনা করছেন দিনাজপুর জেলার স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ তিনি ‘সেরিব্রাল অ্যান্ড সেরিবেল্লার ডিমােলিশােন’ রােগে আক্রান্ত হন, ফলে তার শরীরের সকল প্রকার স্নায়ুর কাজ করা বন্ধ হয়ে যায়। তিনি পক্ষাঘাতগ্রস্ত রােগী হয়ে যান। পরবর্তীতে দীর্ঘ দু’মাস ভারতে চিকিৎসা এবং মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করার পর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। এরপর শুরু হয় তার লেখালেখির জীবন। চম্পু মামার গােয়েন্দাগিরি তার লেখা প্রথম বই। চম্পূ মামার গল্প নিয়ে তার অনেক স্বপ্ন। পরবর্তীকালে চম্পূ মামার গল্পগুলাে জনপ্রিয়তা পেলে সিরিজের। ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি।