Skip to Content
Filters

author.name

আতিকুর রহমান

আতিকুর রহমান পেশায় সাংবাদিক। বাংলা ও ইংরেজি দু’ভাষাতেই দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। বিদেশী পত্রিকার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। জনাব আতিক বর্তমানে ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার পদে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্ম কুমিল্লা শহরে ১৯৩৭ সালে। লেখাপড়া করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমানের মুক্তিযুদ্ধের । অপ্রকাশিত কথা’ গ্রন্থে বিধৃত হয়েছে একাত্তর সালের মার্চ মাসের প্রথম পঁচিশ দিনের কাহিনী। নিজের স্মৃতি বা প্রকাশিত বিবরণের পাশাপাশি তৎসময়কার সক্রিয় বহু রাজনৈতিক ও ছাত্র নেতার সাক্ষাৎকার গ্রহণ করে তিনি তার বক্তব্যকে জোরালাে করে তুলেছেন। গ্রন্থটি কেবল পঁচিশ দিনের ঘটনার বিবরণ নয়; ঘটনা বর্ণনার সঙ্গে সঙ্গে তিনি ঘটনার অন্তরালবর্তী বিষয় সম্পর্কে তথ্য, ব্যাখ্যা ও ইঙ্গিত দিয়েছেন, তার তাৎপর্য ব্যাখ্যা করেছেন, তার পটভূমি এবং কোনাে কোনাে সময়ে। পরবর্তীকালে ঘটিত বিষয়েরও অবতারণা করেছেন। জনাব আতিকের এ-গ্রন্থ পাঠকের কিছু কিছু জিজ্ঞাসার উত্তর দেবে আবার নতুন করে কিছু কিছু জিজ্ঞাসা জাগাবে ইতিহাসের উপকরণ হিসেবে এখানেই এ-গ্রন্থের সার্থকতা।