আদিব সালেহ
আদিব সালেহ (হাফেজ মাওলানা সালেহ আহমদ রাসেল)। জন্মগ্রহণ করেন কুমিল্লার এক অজপাড়া গাঁয়ে। বুঝতে শেখার পরই মনস্থির করেন নিজেকে ইসলামের জন্য বিলিয়ে দিতে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অল্প বয়সে হেফজ শেষ করে দাওরা হাদিস সম্পূর্ণ করেন। উচ্চশিক্ষা নেওয়ার জন্য অর্থনীতিতে মাস্টার্স ও কামিল (হাদিস) সম্পূর্ণ করেন। শিক্ষাজীবনে লেখালেখির হাতেখড়ি। ভবিষ্যতে ইসলাম এবং ইসলামি সাহিত্য নিয়ে কাজ করাই হৃদয়ের তীব্র আকাক্ষা। যেখানে মুসলিম উম্মাহর হৃৎপিণ্ড ও আবেগ অনুভূতি নিয়ে খেলছে তথাকথিত নামধারী কিছু সাহিত্যিক, আর মুসলিম মানসে অংকুরিত করছে অশ্লীলতার বীজ। ‘আঁধারে ঢাকা ভাের’ লেখকের প্রথম প্রকাশিত মৌলিক গ্রন্থ। খুব অল্প সময়ে, পাঠকের উৎসাহে কলম হাতে নেন। লেখতে শুরু করেন একটি মুসলিম পরিবার কেমন হওয়া চাই সে বিষয়ে। দেখিয়ে দিতে চেয়েছেন রাসুলুল্লাহর সুন্নাহর। আলােকে গঠিত পরিবারগুলাে কতটা সুন্দর ও সুখময় হয়। একটি পরিবার সুখময় হবার মূলমন্ত্র ‘প্রিয়তম’ নামে লেখে ফেলেন দ্বিতীয় মৌলিক গ্রন্থ। লেখক সম্পূর্ণ গ্রন্থে বুঝাতে চেয়েছেন, একটি পরিবারে সুখের ছোঁয়া আসতে অনেকটাই নির্ভর করে প্রিয়তমর ওপর। কলম ধরে এগিয়ে যেতে চান বহুদূর। সবার উৎসাহ আর দুআকে পুঁজি করে।।