Skip to Content
Filters

author.name

আনন্দ বিকাশ চাকমা

আনন্দ বিকাশ চাকমা ড. আনন্দ বিকাশ চাকমা জন্ম পার্বত্য জেলা। রাঙ্গামাটি সদর উপজেলাধীন কুকিপাড়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতােকোত্তর পর্যায়ে পাঠগ্রহণ শেষে এই বিভাগেই সহযােগী অধ্যাপক পদে কর্মরত আছেন। প্রথম গবেষণা প্রবন্ধ বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি পত্রিকার হীরক জয়ন্তী সংখ্যায় (২০১১) প্রকাশিত হয়। এরপর বাংলাদেশ এশিয়াটিক। সােসাইটি পত্রিকা, পাকিস্তান হিস্টোরিক্যাল সােসাইটি জার্নাল এবং বাংলাদেশ ইতিহাস সমিতি পত্রিকায় গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার পিএইচডি অভিসন্দর্ভের বিষয় ‘সরকারি নীতি ও পার্বত্য চট্টগ্রাম ১৮৬০-২০০০ খ্রিস্টাব্দ। ড. আনন্দ বিকাশ চাকমা বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদসহ বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সদস্য। এছাড়া বিভিন্ন সাময়িকী, স্মরণিকা, ম্যাগাজিন, বার্ষিকী, স্মারকগ্রন্থ ও দৈনিক পত্রিকায় তাঁর বহু নিবন্ধ প্রকাশিত হয়েছে। কার্পাস মহল থেকে শান্তিচুক্তি: পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় নীতির ইতিহাস তাঁর প্রথম প্রকাশিত গবেষণা গ্রন্থ।