Skip to Content
Filters

author.name

আনিস আহামেদ

আনিস আহামেদ জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৬৩। পুরনাে ঢাকার আদি বাসিন্দা। অনেক দিন ধরে ঢাকা নিয়ে। গবেষণা করছেন। যে শহরে জন্ম, যেখানকার আলাে বাতাসে বেড়ে ওঠা সেই শহরের প্রতি একধরনের। ‘মায়া মহব্বত থেকে তিনি নিরন্তর ঢাকা নিয়ে কাজ করছেন। ঢাকা নিয়ে ইতিমধ্যে তার বেশ কয়েকটি গ্রন্থ সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ‘ঢাকা পাঠ’ গ্রন্থেও তিনি ঢাকাকে ঘিরে থাকা। ইতিহাস নির্ভর মজার মজার তথ্য আর ইতিহাসের সমন্বয় করেছেন। পেশা সাংবাদিকতা। বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তা আর মুক্তিযুদ্ধের প্রতি অবিচল নীতিতে বিশ্বাসী এই লেখক প্রকৃত ইতিহাসের প্রতি দায়বদ্ধ থাকতে ভালােবাসেন।