Skip to Content
Filters

author.name

আনোয়ার আহমেদ

আনােয়ার আহমেদ কুমিল্লা জেলার লাকসাম থানার পূর্ব লাকসাম মৈশানবাড়িতে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বি.এ. (সম্মান), এম.এ. এবং এম.ফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে একই বিভাগে। পিএইচ.ডি গবেষণারত। প্রকাশিত গ্রন্থ : বাংলার মুসলিম সমাজ ও সমসাময়িক সংবাদপত্র (১৯০৫-১৯৪৭), দৈনিক পাকিস্তান থেকে দৈনিক বাংলা (১৯৬৪-১৯৯৭), প্রথম ও দ্বিতীয় খণ্ড |