Skip to Content
Filters

author.name

আফরোজা জামিল কংকা

আফরোজা জামিল কঙ্কা জন্ম, ঢাকায়। বাবা শহীদ বিগ্রেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ এবং মা আনজুমান আরা জামিল। তিনি একজন দৃশ্যমান চিত্রশিল্পী। ১৯৭৯ সালে মাধ্যমিক শেষ করে কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট্স, ঢাকা থেকে ১৯৮১ সালে প্রি ডিগ্রি বিএফএ সমাপ্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ থেকে ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি লাভ করেন ১৯৮৫ সালে।১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দুবছর আড়ং ডিজাইন সেন্টারে ডিজাইনার হিসেবে কাজ করেন। ছাপচিত্রের ওপরে ১৯৯০ সালে এবং স্টুডিও পটারির ওপর ২০০৪ সালে পড়াশোনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশে এবং বিদেশে তার আটটি একক এবং বহু দলীয় চিত্রপ্রদর্শনী হয়েছে। বিভিন্ন শিল্প শিবির ও শিল্প কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং আয়োজনও করেছেন।