Skip to Content
Filters

author.name

আবু আককাস আহমেদ

আবু আক্কাস আহমেদ একজন সাবেক শুল্ক গােয়েন্দা বিভাগের কর্মকর্তা, তার চেয়ে বড় পরিচয়। তিনি একজন মুক্তিযােদ্ধা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জন্ম ১ মার্চ ১৯৫৪, নেত্রকোণার মুক্তিসেনা (নাড়িয়াপাড়া) গ্রামে। পিতা মরহুম সৈয়দ আহমেদ তালুকদার ছিলেন একজন সমাজসেবক। মা হরমুজেননেসা তালুকদার একজন বিচক্ষণ নারী, স্বামীর মৃত্যুর পর যিনি সন্তানদের লেখাপড়া ও চার ছেলেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। আবু। আক্কাস আহমেদ দীর্ঘ চাকরি জীবনের পাশাপাশি সমাজসেবা ও লেখালেখিতে অভ্যস্ত। তার উল্লেখযােগ্য বইয়ের মধ্যে রয়েছে হুমায়ুন আহমেদ । চেতনার নতুন আকাশ, স্বাধীনতার ঘােষণা : ইতিহাস বিকৃতির নিলজ্জ প্রয়াস এবং অল্প বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে রচিত মুক্তিযুদ্ধ : রণাঙ্গন নেত্রকোণা। ব্যক্তি জীবনে আবু আক্কাস আহমেদ চার সন্তানের জনক। তার স্ত্রী শিরিন আক্তার চৌধুরী একজন সুশিক্ষিত, দক্ষ ক্রীড়া সংগঠক।