আবু সাঈদ জুবেরী
আবু সাঈদ জুবেরী জন্ম : ১৩৬০ বাংলার ২০ পৌষ। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুহালিয়া গ্রামে, ঘাটের নাম ছিল কাঞ্চনপুর। এখন হয়ে গেছে পরানপুর। দু বছর বয়স থেকেই ঢাকায়। বাবার চাকরি সূত্রে টানা কয়েক বছর নরসিংদীতে, ফের রাজধানীতে থিতু- লেখায় ও। পেশায়। বাবা : দেওয়ান মােহাম্মদ আজরফ। মা : সাজিদুন্নেসা খাতুন চৌধুরী। লেখাপড়া : সিদ্ধেশ্বরী হাইস্কুল, কেকেএম কলেজিয়েট হাইস্কুল, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা : ১৯৭৭ সালে অধুনালুপ্ত সাপ্তাহিক কিশাের বাংলায় সহ-সম্পাদক হিসেবে শুরু। পরবর্তী তিন দশক বিভিন্ন জাতীয় দৈনিক এবং সংবাদ সংস্থায় প্রধান সহ-সম্পাদক, প্রধান প্রতিবেদক, নগর সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন। বর্তমান পেশা : লেখা এবং লেখা। প্রথম গ্রন্থ : আকাশ কুসুম (১৯৭৮)। উল্লেখযােগ্য গ্রন্থ : উজান ভাটি, ছায়াযুগল, মরমি কবি হাসন রাজা, মাছের মাগাে মাছের মা, গ্রেনেড বাচ্চু, কথাপাখির কাহিনী, পরানপুরের পরী, জলপাহাড়ের পিচ্চি জংলি, পদ্যগুলাে পরের : গল্পগুলাে নিজের, টোপা আর লালডাই, আয়না কুটির, ম্যাজিক বাবা, সার্ক রূপকথা।