আবুল কাশেম (প্রফে: রাজশাহী বিশ্ববিদ্যালয়)
আবুল কাশেম জন্ম ১৯৬০ সালে, বর্তমান চাপাইনবাবগঞ্জ জেলা শহরের । নয়াগােলায় । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালাে ফল নিয়ে । ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে।। সেখান থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে এম. এ.। পাস করেন ১৯৮২ সালে । ১৯৯২ সালে পিএইচ.ডি ডিগ্রি । লাভ করেন অধ্যাপক ড. অমলেন্দু দে-র অধীনে, ভারতের। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ সিভিল সার্ভিসে । (বিসিএস প্রশাসন) নিয়ােজিত ছিলেন অল্প কিছু সময়ের জন্য। (১৯৮৬)। সিভিল সার্ভিস ছেড়ে প্রভাষক হিসেবে যােগ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। বর্তমানে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। ওই বিভাগের সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বপালন । করেছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র বাংলাদেশের ছাত্র । আন্দোলন ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। বঙ্গবন্ধু,। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ তার পঠন-পাঠনের বিষয় । এর আগে কথাপ্রকাশ থেকে প্রকাশ হয়েছে তার আরও। তিনটি বই –মুক্তির পরম্পরা : বাংলাদেশের মুক্তিসংগ্রামের। প্রেক্ষাপট ও প্রস্তুতিপর্ব, The Fiery Force : Student | Politics and the Making of Bangladesh 2 মুক্তিসংগ্রামে আওয়ামী লীগ : দালিলিক ইতিহাস। -