Skip to Content
Filters

author.name

আবেদীন জনী

আবেদীন জনী জন্ম : ৭ই জানুয়ারি ১৯৭৯, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উত্তর পেকুয়া গ্রামে। প্রতিনিয়ত লিখছেন শিশুসাহিত্যের নানাদিক নিয়ে । প্রকাশিত গ্রন্থসমূহ : রায়ানের ঘুড়ি ও বানর বন্ধু (শিশুতোষ গল্পগ্রন্থ), মায়ের গল্প (শিশুতোষ গল্পগ্রন্থ), ছড়ার বাড়ি ছন্দপুর (ছড়াগ্রন্থ), শিয়ালপরি (গল্পগ্রন্থ ইত্যাদি। লেখকের ১২টি ছড়া-কবিতা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পুস্তকসমূহ প্রকাশিত হয়েছে। পুরস্কার : শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি সম্মাননা ২০১২। শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৪।