Skip to Content
Filters

author.name

আব্দুল্লাহ্ আল-হাসান

আব্দুল্লাহ্ আল-হাসান সংক্ষিপ্ত জীবনী জন্ম ১৯৪৬ সালের ২৩শে সেপ্টেম্বর। ৯ ভাইবোনের মধ্যে দ্বিতীয়। ১৯৬৪ সালে সম্মিলিত মেধা তালিকায় ১৭তম স্থান এবং মেধাবৃত্তি সহকারে প্রথম বিভাগে এস এস সি, ১৯৬৯ সালে ইতিহাসে বিএ অনার্সে দ্বিতীয় শ্রেণীতে প্রথম এবং ১৯৭০ সালে এম এ পরীক্ষায় স্বর্ণপদকসহ প্রথম শ্রেণীতে প্রথম।। তৎকালীন সি এস এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৭০ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। ঢাকা, করাচী, লাহোর, ইসলামাবাদ, কায়রো, আবু যাবি, ব্রাজিলিয়া, বন, আঙ্কারা, নতুন দিল্লী, কুয়েত, সানা', মালে, তেহরান, বৈরুত, আশখাবাদ এবং দোশামবেতে বিভিন্ন পদে একটানা ৪০ বছর কাজ করার পর ২০০৫ সালে রাষ্ট্রদূত/সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন।