Skip to Content
Filters

author.name

আব্দুল্লাহ্ নূহ

আব্দুল্লাহ্ নূহ পুরাে নাম মােঃ আব্দুল্লাহ্ আল নূহ।। জন্ম ৩০ অক্টোবর, ১৯৭৯, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নিভৃত এক গ্রামে। কর্মজীবনে তিনি সাংবাদিক । বর্তমানে সিনিয়র রিপাের্টার হিসাবে কাজ করছেন সাপ্তাহিক ২০০০-এ। সাংবাদিকতা করেন আব্দুল্লাহ্ নূহ নামে । ছড়া, কবিতা আর লেখালেখিতে ব্যবহার করেন নূহ আব্দুল্লাহ নামটি ।। ছােটবেলা সারা দিন কেটেছে ঘাসফড়িং আর প্রজাপতির পিছনে ছুটে। রাতের বেলা সাদা দাড়িওয়ালা, বুড়াে নানার কোলে বসে শুনেছেন রাজা-রানী, রাক্ষস-খােক্ষসের গল্প । সেই থেকে অন্তরে তৈরি হয়েছে গল্পের প্রতি ভালােবাসা। লেখালেখির শুরু মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে । বিশেষ করে লেখেন ছােটদের জন্য। কিছু লেখা ‘শিশু’সহ কয়েকটি পত্রিকায় প্রকাশ করলেও বই আকারে তার লেখার এটিই প্রথম প্রকাশ ।।