Skip to Content
Filters

author.name

আব্দুস সালাম তরফদার

আব্দুস সালাম তরফদার যশাের জেলার মনিরামপুর উপজেলার কপালিয়া। গ্রামে ১৯৭২ সালের ১০ আগষ্ট জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সমাজ সেবক ও পল্লী চিকিৎসক মরহুম ডা. আমজাদ হােসেন তরফদার ও মাতা বেগম ফজিলাতুন্নেছা। তিনি লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত শৈশব থেকেই। বিভিন্ন দৈনিক পত্রিকা,সাময়িকী,ক্রোড়পত্র ইত্যাদি গণমাধ্যমে তাঁর অসংখ্যা লেখা প্রকাশিত হয়েছে। লেখক আব্দুস সালাম তরফদার অর্থনীতি এবং ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিষয়ে ডবল এমএ। তাঁর প্রথম প্রকাশিত গল্প গুচ্ছের বই ‘কৈশােরের ঘড়ি। কর্মজীবনে তিনি একজন সরকারী কর্মকর্তা। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়াধীন কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি বিবাহিত। তার স্ত্রী একজন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের। শিক্ষক এবং তিনি এক পুত্র সন্তানের জনক।