Skip to Content
Filters

author.name

আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম জন্ম ৬ জানুয়ারি ১৯৭০, ঢেকুয়া, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বর্তমানে পশ্চিমবঙ্গের হলদিয়া ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজের অন্যতম আধিকারিক বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক। মননশীল প্রবন্ধে। স্বাধীন মত ব্যক্ত করে ইতােমধ্যেই পাঠক। সমাজে ও বুদ্ধিজীবী মহলে তিনি চিন্তাশীল ও প্রগতিবাদী লেখক হিসেবে সুপরিচিত। তাঁর গবেষণামূলক রচনা নতুন তত্ত্ব ও তথ্যে সমৃদ্ধ তার তথ্য পরিবেশনার রীতি ও বিশ্লেষণের বৈশিষ্ট্য স্বকীয়তায় সমুজ্জ্বল। নব্বইয়ের দশক থেকে লেখালেখির কাজ শুরু। হাঁটেন বহু বিচিত্র পথে। সহজাত অবগাহন ইতিহাস থেকে সাহিত্যে কিংবা সমাজ-সংস্কৃতি রাজনীতি। ঘূর্ণাবর্তেও। পশ্চিমবঙ্গের বহু নামকরা ম্যাগাজিনে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়। দৈনিক পত্রিকায়ও তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। গবেষণামূলক গ্রন্থগুলি হল ক্ষান্ত করাে অনৃত। ভাষণ, সেইসব ইতিহাস, জিন্নাহ ও ধর্মনিরপেক্ষতা, সত্যের সন্ধানে মুসলিম সমাজ, মহাবিদ্রোহের অজানা ইতিহাস, বাংলা সাহিত্য জাতীয়তা ও সাম্প্রদায়িকতা, বঙ্কিমচন্দ্রের মুসলমানচর্চা, রবীন্দ্রনাথের মুসলমানচর্চা, আধুনিক ভারত ও ধর্মনিরপেক্ষতা, ভারতীয় মুসলিম সমাজ ও আধুনিকতা, বাঙালি বুদ্ধিজীবী ও জাতীয়তাবাদ প্রভৃতি