আমিনুল এইচ এস
আমিনুল এইচ এস নিভৃতচারী কবি আমিনুল হক শাহ, কাব্যিক নাম আমিনুল এইচ এস। ছেলেবেলা থেকেই লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। লেখার পরিধী বিশাল হলেও ‘সােনার মেয়ে শেখ হাসিনা’ কাব্য গ্রন্থটি কবির প্রথম প্রকাশিত বই। কবি আমিনুল এইচ এস ১৯৬৯ সনে ৬ জুন পদ্মা , মেঘনা কির্তনাশা বিধৌত ইতিহাস খ্যাত হাজী শরীয়তউল্যার নামাঙ্কিত শরীয়তপুর জেলার অন্তর্গত ভেদরগঞ্জ উপজেলাধীন ছয়গাঁও গ্রামের ঐতিহ্যবাহী শাহ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম : আলী আহম্মেদ শাহ, মাতা মৃত: সখিনা বেগম। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতাকেই কবি পেশা হিসেবে বেছে নিয়েছেন। আত্মভােলা কবি আমিনুল এইচ এস সব সময় নিজকে গুটিয়ে রেখে আড়ালে-আবডালে থাকতেই স্বাচ্ছন্দবােধ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী সালেহা সাবরিন সুগৃহিণী। ২ পুত্র সালমান শাহ, ফারদিন ও সুবর্ণ শাহ নুহাশ পাঠ্যরত।