Skip to Content
Filters

author.name

আরিফ আহমেদ

আরিফ আহমেদ জন্ম টাঙ্গাইল জেলায় হলেও বেড়ে ওঠা ঢাকা শহরে । পড়াশুনা মতিঝিল পােস্ট অফিস স্কুল, টি এন্ড টি হাইস্কুল, নটরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যদিও বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ফলিত পদার্থ বিদ্যা ও ইলেক্ট্রনিক্স কিন্তু পেশা হিসাবে নিয়েছেন থ্রিডি অ্যানিমেশনকে। তিনি বাংলাদেশে 3D অ্যানিমেশন প্রশিক্ষণের অন্যতম পথিকৃত। থ্রিডি অ্যানিমেশনের কাজের পাশাপাশি ছবিও আঁকেন। ২টি একক এবং ৩টি গ্রুপ প্রদর্শনী করেছেন ব্যতিক্রমধর্মী বিষয় বস্তু সাইন্স ইন্সপায়ার্ড পেইন্টিংস নিয়ে। টেলিভিশনে অ্যানিমেটেড বিজ্ঞাপন, বিভিন্ন ডকুমেন্টারী, কার্টুন অ্যানিমেশন সহ দেশি-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের জন্যে অনেক অ্যানিমেটেড ক্লিপ তৈরী করেছেন থ্রিডি অ্যানিমেশনকে জনপ্রিয় করার জন্যে প্রায়। শ'খানেক ওয়ার্কশপ পরিচালনা করেছেন অ্যানিমেশনের কমার্শিয়াল কাজের পাশাপাশি বহু প্রতিষ্ঠানে অ্যানিমেশনের প্রশিক্ষক হিসাবে কাজ করেছেন। বর্তমানে থ্রিডি অ্যানিমেশনের কাজ ও গবেষণার জন্যে প্রতিষ্ঠা করেছেন AAVA3D. এখানে বিভিন্ন প্রতিষ্ঠানকে অ্যানিমেশনের কাজের সহায়তা দেওয়ার। পাশাপাশি দক্ষ অ্যানিমেটর তৈরীর প্রশিক্ষণ দেয়া হয় এছাড়া, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনােলজি বিভাগে সহযােগী অধ্যাপক হিসেবে যুক্ত আছেন।