Skip to Content
Filters

author.name

আরিফ জামান

আরিফ জামান জন্ম ও বেড়ে ওঠা ঢাকা। শহরে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা তিতুমীর কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স করেছেন। ছােটবেলা থেকেই বই পড়ার নেশায় আসক্ত, সেই থেকে লেখালেখির শুরু। তার প্রিয় লেখকেরা হচ্ছেন এরিখ মারিয়া রেমার্ক, শীর্ষেন্দু মুখােপাধ্যায়, হুমায়ূন আহমেদ, আইজ্যাক আজিমভ, জে কে রওলিং, মারিও পূজো, ড্যান ব্রাউন প্রমুখ। জেমস রােলিন্সের দ্য আই অফ গড তার প্রথম অনুবাদ গ্রন্থ। এছাড়াও তিনি ৪০ টিরও অধিক মুভির বাংলা সাবটাইটেল তৈরি করেছেন। ভবিষ্যতে মৌলিক উপন্যাস রচনা সহ আরাে কিছু চমৎকার বই অনুবাদ করার পরিকল্পনা রয়েছে তার।