Skip to Content
Filters

author.name

আরেফিন রহমান বৃষ্টি

জন্মঃ ১৯৯৬ সালের ৯ নভেম্বরে, সাতক্ষীরা জেলার বুধহাটায়। স্কুল কলেজ জীবন কেটেছে সাতক্ষীরা জেলাতেই। বি. এস. সি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছেন ২০১৯ সালের আগস্টে।। এটাই প্রথম গল্পগ্রন্থ। লেখালেখিটাকে শখ হিসেবে গ্রহন। করেছেন। আরাে অনেকদুর এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় লেখালেখিটাকে নিয়ে। এগিয়ে যেতে চাই। অনেক ছােটবেলা থেকে বই পড়া এবং সাহিত্যের প্রতি আকর্ষনের কারণেই লেখালেখিতে যুক্ত হওয়া।