আলভী আহমেদ
আলভী আহমেদ একজন বাংলাদেশী পরিচালক, লেখক এবং অনুবাদক। তিনি বাংলাদেশী টেলিভিশন মিডিয়ায় প্রায় ১০০ এর কাছাকাছি ধারাবাহিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যের নাটক এবং চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার পরিচালিত চলচ্চিত্র ইউটার্ন ২০১৫ সালে দেশজুড়ে ৮০টির বেশি সিনেমা হলে মুক্তি পায়।[১] তিনি প্রখ্যাত জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির কিছু গল্প ও উপন্যাস বাংলায় অনুবাদ করেছেন। এছাড়াও তার মৌলক উপন্যাস জীবন অপেরা ২০২১ সালে প্রকাশিত হয়। ২০০৫ সালে আলভী আহমেদ টেলিকম অপারেটর গ্রামীণফোনে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দেন এবং সৃজনশীল পেশায় আত্মনিয়োগ করেন। তার পরিচালিত প্রথম টিভি নাটক স্টেশন একাত্তর ২০০৬ সালের ২৬ মার্চ আরটিভিতে প্রচারিত হয়। ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি প্রায় ১০০টি ধারাবাহিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যের নাটক পরিচালনা করেছেন ও একাধিক পুরস্কার অর্জন করেছেন। তার পরিচালিত নাটকগুলো বাংলাদেশী টেলিভিশন মিডিয়াতে দর্শক নন্দিত হয়েছে। নাটক পরিচালনা করার পাশাপাশি তিনি কিছু বিদেশী লেখকের বই বিশেষত জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির কিছু বই অনুবাদ করেন।