আলম শাইন
আলম শাইন বাবা: মাে: মনির আহমেদ (বীর মুক্তিযােদ্ধা) মা: হােসনেআরা বেগম। জন্ম: ৫ মাঘ ১৩৭৭ বাংলা জন্মস্থান: পূর্বচরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর তিনি কথাসাহিত্যিক, কলাম লেখক, প্রবন্ধকার, বন্যপ্রাণী ও পরিবেশবিষয়ক লেখক হিসেবে পরিচিত। হাজাম’ সম্প্রদায় নিয়ে তাঁর লেখা উপন্যাস বােদ্ধাপাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। উপন্যাসটি দৈনিক জনকণ্ঠ ও কলকাতার উদ্দালক পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং ‘ড.মঞ্জুশ্রী সাহিত্য পুরস্কার ২০০৮'-এ ভূষিত হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রয়াসে যুক্তরাষ্ট্র থেকে প্রবর্তিত ‘বােস্টন বাংলা নিউজ এ্যাওয়ার্ড-২০১৫' ভূষিত হয়েছেন তিনি। এ ছাড়াও কথাসাহিত্য ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য তাঁকে ‘বিজয় দিবস। সম্মাননা-২০১৭' প্রদান করছে ক্যানভাস অব বাংলাদেশ। পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য দেশের প্রথম গ্রীনম্যান এ্যাওয়ার্ড-২০১৯' ভূষিত হয়েছেন তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৫টি, প্রবন্ধ-নিবন্ধ-ফিচারের সংখ্যা প্রায় ১২০০টি। এপার-ওপার বাংলার প্রথম শ্রেণির দৈনিক পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করছেন। তাঁর লেখা ‘বনবিহারী' উপন্যাসটি ‘বাংলাদেশ প্রতিদিন’-এ ধারাবাহিক প্রকাশিত হয়েছিল।