Skip to Content
Filters

author.name

আলাউল কবীর

আলাউল কবীর জন্ম : ৩০ জুন ১৯৭৩, জামালপুর জেলার জয়রামপুর গ্রামে। পিতা মরহুম আতাউর রহমান, মাতা সিদ্দিকা মুলকুত মহল। পিতামাতার প্রথম সন্তান। বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স-এ এমবিএ। লেখালেখির শুরু কৈশোরে। স্ত্রী নাসরিন জাহান বুলবুল, এক পুত্র সাদাফ আল নাবিয়্যাত। তার লেখা বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়েছে। তার মধ্যে কবিতা, অনুগল্প, ছোটগল্প, ফিচার, ইত্যাদি। এই প্রথম প্রকাশিত কবিতার বই ‘শূন্যতায় বিশালতা’। দেশে এবং দেশের মাটির টানে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন।