আলী আহমদ
আলী আহমদ জন্ম ১৯৪৮ সালের ২২ আগস্ট। পেশাগত জীবনে তিনি ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। এখন অবসর যাপনের পাশাপাশি লেখালেখি করে চলেছেন। দেশি-বিদেশি কথাসাহিত্য অনুবাদের সূত্রে খ্যাতিমান। সমালােচনাও লিখে থাকেন। তিনি বাংলাদেশের সেইসব বিরল অনুবাদকের একজন যিনি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা- এই দুই ধারাতেই অনুবাদ করে থাকেন। প্রায় তিন দশক ধরে এই দুই ধারাতে অনুবাদ করে আমাদের অনুবাদ-সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন।