Skip to Content
Filters

author.name

আলেমা মার্জিয়া অফা

আলেমা মার্জিয়া অফা আখাউড়া, আল-আহার থেকে জামাতে মেশকাত এবং বি-বাড়িয়া আল- বাতুল থেকে দাওরায়ে হাদিস কমপ্লিট করেন। শিক্ষকতা : বি-বাড়িয়া মিফতাহুল ফালাহ, আখাউড়া আল-আহার এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মহিলা মাদ্রাসায় চলমান। ছোট থেকেই লেখালেখির হাতে খড়ি, শিক্ষকতার পাশাপাশি নিজেকে ব্যস্ত রেখেছেন লেখালেখিতে, আর তা থেকেই সফলতার হাতছানি। ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানার অন্তর্গত। নুরপুর গ্রামে ১০ জানুয়ারি তার জন্ম। পিতা মো. হান্নান মিয়া (মেম্বার) দুই দুইবারের ইউপি সদস্য। আন্তর্জাতিক সম্পাদক (আগরতলা) দুই বাংলার নিউজ। মাতা মাহমুদা আক্তার পলি, একজন আদর্শ গৃহিণী।