Skip to Content
Filters

author.name

আসাদুল্লাহ আতিক

আসাদুল্লাহ আতিক আসাদুল্লাহ আতিকের জন্ম ১৯৯৫ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায়। দুই ভাই এবং এক বােনের মধ্যে তিনি সবার ছােট।। কলেজে পড়াকালীন সময় তার বাবা পরলােকগমন করেন এবং মা একজন সরকারী চাকুরীজীবী। মায়ের চাকরীর সুবাদে তার ৭টা স্কুলে পড়ার সৌভাগ্য হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি অনার্স শেষ করেছেন। সামাজিক যােগাযােগ মাধ্যমে তিনি আতিক ভাই নামে পরিচিত। মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড তার লেখা প্রথম বই।