আসিফ সিদ্দিকী দীপ্র
আসিফ সিদ্দিকী দীপ্র জন্ম এবং বেড়ে ওঠা। বাগেরহাট শহরে। বাবা শাহীন সিদ্দিকী। পেশায় আইনজীবি এবং মা ফাহমিদা। সিদ্দিকী গৃহিনী। ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি। থেকে বিবিএ এবং আহসানউলাহ বিজ্ঞান ও। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ। করে বর্তমানে ইনভার ব্রাস' নামের রাইটিং। ফার্মের ম্যানেজিং পার্টনার এন্ড হেড অফ। ওয়েব কন্টেন্ট রাইটিং হিসেবে কর্মরত। আছেন। ছােটবেলা থেকেই রবার্ট লাড়লাম। এবং ফ্রেডরিখ ফরসাউথের লেখার প্রতি। ভীষণভাবে আসক্ত এবং সেখান থেকেই পান নিজের লেখার অনুপ্রেরণা। এমনকি তার। ফার্মের নামটিও রবার্ট লাডলামের একটি বই। থেকে নেওয়া। এর আগে বাতিঘর প্রকাশনী। থেকে তার অনুবাদ গ্রন্থ জেমস টোয়ানিং-এর। ‘ডাবল ঈগল প্রকাশিত হয়। একাত্তরের 'কানাগলি’ তার লেখা প্রথম মৌলিক গ্লার।