Skip to Content
Filters

author.name

আহমেদ মাওলা

আহমেদ মাওলা ১৯৭১ সালের ৪ মে ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার দেবরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন যথাক্রমে বাংলাদেশের উপন্যাসের শৈলীবিচার এবং চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ন' শীর্ষক অভিসন্দর্ভের জন্য। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তার গ্রন্থলির মধ্যে রয়েছে‘বাংলাদেশের উপন্যাসের শৈলীবিচার, চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ন’, ‘শওকত ওসমানের উপন্যাস বিষয় ও শিল্পরূপ’, ‘একুশের সাহিত্য, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সাহিত্য, প্রভৃতি।