আহমেদ শিপলু
আহমেদ শিপলু জন্ম : ১৭ জুন ১৯৭৬ পৈতৃক নিবাস : কোলাপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ । কৈশাের থেকেই ঢাকায় স্থায়ী বসবাস। প্রকাশিত গ্রন্থ কিবিতা] বালিকার আকাশ, প্রজাপতিরা ফিরে গিয়েছিল, বিষন্ন ইস্পাত, বিষবৃক্ষের উল্লাস, কোনাে প্রচ্ছদ নেই, হিমঘরে চাঁদের শয্যা। [সম্পাদিত গ্রন্থ] কাব্যকল্প [আবৃত্তিশিক্ষা] আবৃত্তির শ্রেষ্ঠ কবিতা। [সম্পাদনা] মগ্নপাঠ [শিল্প-সাহিত্য ও মুক্তচিন্তার পত্রিকা] নন্দিতা (শিল্প-সাহিত্য ও সংস্কৃতির পত্রিকা]