আহম্মেদ শরীফ
আহম্মেদ শরীফ ১৯৮৩ সালে বগুড়াতে জন্মগ্রহণ করেন। স্নাতক সম্মান, স্নাতকোত্তর ও এমফিল ঢাকা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে। বর্তমানে একই বিভাগে পিএইচডি গবেষণারত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তার গ্রন্থগুলির মধ্যে রয়েছে নীলফামারী ১৯৭১ : গণহত্যা ও নির্যাতন’, ‘গণহত্যা, বধ্যভূমি ও গণকবর জরিপ : নীলফামারী জেলা। কালিগঞ্জ গণহত্যা’, ‘গােলাহাট গণহত্যা, ঝড়য়ার বিল গণহত্যা’ ও ‘বালারখাইল গণহত্যা। এছাড়া তার এমফিল অভিসন্দর্ভের গ্রন্থরূপ‘বাংলাদেশ : নির্বাচন ও গণতন্ত্র। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী-প্রবর্তিত ‘জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ স্মৃতি পুরস্কার লাভ করেছেন। বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর জার্নাল ইতিহাস সম্মিলনী প্রবন্ধ সংগ্রহ'-এর সহযােগী সম্পাদক এবং গণহত্যা, বধ্যভূমি ও গণকবর জেলা জরিপ সিরিজে মুনতাসীর মামুনের সাথে সহযােগী সম্পাদক হিসেবে কাজ করছেন।