ইউসুফ মুন্না
ইউসুফ মুন্না ইউসুফ মুন্না। জন্ম দক্ষিণের দ্বীপ মাতারবাড়ীতে। আর বেড়ে ওঠা চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতক করছেন। বছর ছয়েক আগে ব্লগিংয়ের মাধ্যমে মূলধারায় লেখালেখির শুরু। কাজ করছেন। কিশােরভিত্তিক সৃজনশীল প্ল্যাটফর্ম Reflective Teens- এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে। ইকিগাই; জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য লেখকের প্রথম অনুদিত বই