ইউসুফ রেজা
ইউসুফ রেজা জন্ম ২৮শে মে, ১৯৬২ মাদারীপুর জেলার বহেরাতলা গ্রামে। পিতার সরকারি চাকরির বদৌলতে বাল্যকাল ও শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রামে। প্রথম ছড়া প্রকাশিত হয় মাসিক শিশু পত্রিকায় ১৯৭৮ সালে। প্রথম ছড়ার বই দাহন বেলার ছড়া ১৯৮৮। প্রথম কাব্য গ্রন্থ। হাসপাতালে হরতাল বের হয় ১৯৯০ সালে। ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। থেকে ফরাসি সাহিত্য উচ্চতর ডিপ্লোমাসহ রসায়নে স্নাতকোত্তর। অচিরা পাঠচক্র ও বােস ব্রাদার্সের সাহিত্যের আড্ডার এক সময়ের নিয়মিত লেখক সমালােচক। দেশের প্রায় প্রতিটি জাতীয় দৈনিকেই লিখেছেন। বাংলাদেশের লিটল ম্যাগাজিন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজেকে জড়িয়ে। রেখেছেন। কানাডার টরেন্টো ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বইমেলার সঙ্গেও তিনি সম্পৃক্ত। জাতীয় কবিতা পরিষদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গেও তিনি যুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে ভাগাভাগি করে বসবাস করেছেন। দুই সন্তানের (কায়সার ও চয়ন) জনক তিনি।