ইফতেখার আমিন
ইফতেখার আমিন বাংলাদেশের অনুবাদ সাহিত্যে উজ্জ্বলতম একটি নাম। গত তিন দশকে বহু। খ্যাতনামা সাহিত্যিকের অসংখ্য উল্লেখযােগ্য বইয়ের প্রাঞ্জল অনুবাদ করে তিনি সাহিত্যপ্রেমীদের মন জয় করে নিয়েছেন। তার অনুবাদসমূহের মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে : ট্রাভেলস অব ইবনে বতুতা, । নস্ত্রাদামাস অ্যান্ড হিজ প্রফেসিস, এ ফেয়ারওয়েল টু আমর্স, দ্য সান অলসাে রাইজেজ (ফিয়েস্তা), দ্য রােজ অব কিলিমানজারাে, নিউ পার্ল হারবার, সিআইএ; লিগেসি অব অ্যাশেজ, দ্য সি চেজ, অলিভার টুইস্ট, পাওয়ার অব নেগেটিভ থিংকিং, কোসা নােক্সা, মাফিয়া, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ, লা মিজারেবল, ডেভিড কপারফিল্ড, পিটারপ্যান প্রভৃতি।