Skip to Content
Filters

author.name

ইবরাহীম ওবায়েদ

ইবরাহীম ওবায়েদ। ১৯৯৩ সালের ২৯ শে আগস্ট পুরান ঢাকার এক ঘুপচি গুলিতে আমার জন্ম। গলির পােশাকি নাম আবদুল হামিদ লেন। তবে পুরান ঢাকায় এই গলি ‘বান্দর গলি’ নামে পরিচিত। এই অদ্ভুত নামকরণের সঠিক ইতিহাস আমার জানা নেই। লােকমুখে শুনেছি আগে এখানে প্রচুর বানর বাস করতাে বলে একসময়। গলির নাম হয়ে যায় বান্দর গলি।। যখন ছােটো ছিলাম তখন বাবা প্রায়ই বলতেন, অহঙ্কারের মতাে সর্বনাশা পাপ পৃথিবীতে আর নেই। যতােদিন বেঁচে থাকবে ততােদিন নিরহঙ্কারী হয়ে বেঁচে থাকবে। যদি কখনাে অহঙ্কার আসে তখন মনে মনে ভাববে, তােমার জন্ম বান্দর গলিতে। অহঙ্কার করার মতাে তােমার কিছু নেই। প্রতিটি মানুষেরই শখ থাকে; আমারও আছে। প্রধান শখের বস্তু। তাছাড়া মানুষ, প্রকৃতি, গ্রাম এবং সমুদ্র আমাকে গভীরভাবে আকর্ষণ করে। ঘুরতে ভালােবাসি। প্রাণীদের মধ্যে বিড়াল খুব ভালাে লাগে। একাকিত্ব যেমন আমার খুবই প্রিয় তেমনি নিঃসঙ্গতা আমার খুবই অপ্রিয়।

Books by the Author

140.00 ৳ 175.00 ৳ 140.0 BDT
140.00 ৳ 175.00 ৳ 140.0 BDT
160.00 ৳ 200.00 ৳ 160.0 BDT