Skip to Content
Filters

author.name

ইমদাদুল হক চৌধুরী

এমদাদুল হক চৌধুরী নিলফামারী জেলার অন্তর্গত সৈয়দপুর থানাধীন বাঙালীপুর চৌধুরীপাড়া গ্রামে ১৯৬৮ সালের ১ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। মাতা : মরহুমা হামিদা খাতুন, পিতা : মরহুম বরকতুল্লাহ চৌধুরী। তাঁর পূর্বপুরুষেরা ছিলেন স্থানীয় । জমিদার। স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী তাদের ভিটেবাড়ি ধ্বংস করে দিয়ে নির্মাণ করে বর্তমান সৈয়দপুর বিমান বন্দরটি। এছাড়াও সৈয়দপুর ক্যান্টনমেন্ট ও সৈয়দপুর রেলওয়ে কলােনীও তাঁর পূর্বপুরুষদের জমিদারী সীমানার অন্তর্ভুক্ত ছিল। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট বাের্ড স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করেন এবং রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, ফরিদপুর থেকে গ্রাজুয়েশনের মধ্য দিয়ে শিক্ষাজীবন শেষ করেন। শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু। তিনি সৈয়দপুর আল। ফারুক একাডেমিতে কিছুকাল শিক্ষকতাও করেন। এছাড়াও ওয়ার্ল্ড ব্যাংকের এসইডিপি’র আইটি অফিসার হিসেবে চাকরি করেছেন। ২০০০ সাল পর্যন্ত তিনি বিভিন্ন বেসরকারী এনজিও ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নিউক্লিয়াস পাবলিকেশন্স’-এর স্বত্বাধিকারী। তাঁর সম্পাদিত ‘নিউক্লিয়াস বার্তা’ নামে একটি মাসিক পত্রিকা অনিয়মিতভাবে প্রকাশ হচ্ছে। ২০১৩ সালের ১৭ জুন সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) থেকে গবেষণাধর্মী সাহিত্যকর্মের জন্য গবেষক হিসেবে তাকে সাহিত্য সম্মাননা পদক দেয়া হয় এবং আজীবন সদস্যও করে নেয়া হয়। বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি নিয়মিত লেখালেখি করছেন। ‘ঢাকার ইতিহাস' ছাড়াও তাঁর প্রকাশিত আরাে ৮টি বই রয়েছে। ১. কুরআন-হাদীসের আলােকে মহানবী (সা.)-এর চিকিৎসা পদ্ধতি, ২. জীবন সন্ধ্যায় ইতিহাসের বিখ্যাত-কুখ্যাতরা, ৪. ঘটনাবহুল আমাদের সােনালি অতীত, ৪. কুরআন পড়ি বুঝে বুঝে, ৫. মহানবী সা.-এর চিঠি চুক্তি ভাষণ, ৬. জাতীয় কবির জীবনে ট্রাজেডি, ৭. ইতিহাসের কালজয়ী ঘটনা, ৮. সালাত আদায় বুঝে বুঝে।