Skip to Content
Filters

author.name

ইয়াসমিন রশিদ

ইয়াসমিন রশিদ মােঃ আলতাফ হােসাইন এবং মাতা মরহুমা নুরজাহান খাতুন। স্কুল ও কলেজের পড়াশােনা | কামাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি মহিলা মহাবিদ্যালয়ে। এরপর ঢাকার ইডেন। কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছােটবেলাতেই একজন আধ্যাত্মিক সাধক শাহসুফি আলহাজ্ব তসলীম উদ্দিন আহমেদ চিশতী। আলকাদেরীর সান্নিধ্যে এবং মেজভাই জনাব শেখ খাইরুল বাশারের কাছে তার আধ্যাত্মিক চর্চার দীক্ষালাভ ঘটে। সাংসারিক জীবনে প্রবেশ করার পরও সাংসারিক-সামাজিক নানা দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অধ্যাত্মচর্চা এবং জ্ঞানানুশীলনে নিজেকে নিমগ্ন রেখেছেন। বইপড়া ও ভ্রমণ তাঁর। অন্যতম শখ। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও তিনি জড়িত। তাঁর স্বামী বাংলাদেশ। সরকারের একজন উপসচিব, যিনি বর্তমানে রাঙ্গামাটির জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।