ইরানী বিশ্বাস
ইরানী বিশ্বাসের জন্ম ২০ জুন গােপালগঞ্জ জেলায়। তিনি একাধারে সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার ও নাট্যপরিচালক। মাত্র ৫ বছরে তিনি নাট্যকার ও পরিচালক হিসাবে আলােচনায় এসেছেন। বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বিভিন্ন স্যাটেলাইটে ইরানী বিশ্বাসের নিজের লেখা ও পরিচালিত একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়াও তিনি সরকারি-বেসরকারি টিভি ফিলার, ডকুমেন্টারী ও ডকুড্রামা নির্মাণ করেছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনুদানে বিরাঙ্গনাদের নিয়ে। ‘অমানিশাকাল' নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এ পর্যন্ত লেখকের ৩টি উপন্যাস প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি উপন্যাস ২০১০ সালে দিল্লী থেকে হিন্দি ভাষায় প্রকাশিত হয়েছে। এছাড়াও আরােয়া বুক কর্নার থেকে নাট্যসমগ্র-১' এবং নাট্যসমগ্র-২' প্রকাশিত হয়েছে। শিশুতােষ প্রকাশনী পদক্ষেপ থেকে প্রকাশিত হয়েছে ‘তুতুলের ইচ্ছে জানালা'। তিনি বাংলাদেশ বেতারে স্ক্রিপ্ট রাইটার হিসাবে কাজ করছেন। প্রথম সময় ডটকম’ অনলাইন পত্রিকার সম্পাদক হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন।। এছাড়া বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে ছােটগল্প, প্রবন্ধ ও কলাম লিখছেন।