ইসরাত জাহান
ইসরাত জাহান জন্ম নােয়াখালি জেলায়। বাবার চাকরীর সুবাদে দেশের নানান অঞ্চলে বেড়ে ওঠা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে পড়ছেন। পড়াশােনার পাশাপাশি তিনি লেখালেখি, সংগীত চর্চা, বিতর্ক চর্চাসহ বেশকিছু সহশিক্ষামূলক কার্যক্রমের সাথে জড়িত আছেন। মার্কেটিং ছাড়াও তিনি স্টিভেন কোভিই এর লেখা “সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল” বইটি অনুবাদ করেছেন। পাশাপাশি ইন্টারনেট প্ল্যাটফর্মে নিয়মিত ভাষান্তরের কাজ করে যাচ্ছেন।