উদিসা ইসলাম
উদিসা ইসলাম পেশায় সাংবাদিক। মূলধারায় কাজ করেও কীভাবে বিকল্প চিন্তাকে প্রতিষ্ঠিত করা যায় সেই লড়াই আজীবনের। ১৯৭৮-এ রাজশাহী শহরে জন্ম। এরপর প্রাথমিকে পড়ার সময় থেকে সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত হন। সে সময়েই স্বৈরাচার এরশাদবিরােধী আন্দোলনে বাবার হাত ধরে গিয়েছেন। মুক্তিযুদ্ধ, গণহত্যা, জেন্ডার ইন মিডিয়া তার আগ্রহের বিষয়। মুক্তিযুদ্ধবিষয়ক এটি তার দ্বিতীয় বই। এর আগে বিভিন্ন বিষয়ের ওপর তার বেশ কয়েকটি অনূদিত বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে সাহিত্যে নােবেল পাওয়া নারীদের নােবেল বক্তৃতার অনুবাদ, ইরানী চলচ্চিত্রে নারী, মুখােমুখি : সত্যজিত-ঋত্বিক, নারীবাদীদের সাক্ষাৎকারভিত্তিক বই মুখরা অন্যতম। দেশকালের ঘটে চলা সহিসংতা ও পাল্টে দেয়ার রাজনীতি নিয়ে কাজ করেছেন তিনটি সংকলনের। উদিসা বর্তমানে বাংলা ট্রিবিউন অনলাইনে চিফ রিপাের্টার হিসেবে কর্মরত আছেন।