Skip to Content
Filters

author.name

উপমা তালুকদার

উপমা তালুকদার জন্ম ২৮ জুলাই নীলফামারিতে। এরপর বিভিন্ন জেল বেড়ে ওঠা। বাবার পৈতৃক নিবাস সিরাজগঞ্জ জেল কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রাম। মায়ের পৈত নিবাস একই জেলার উল্লাপাড়া উপজেলার সােনত গ্রামে। তবে জীবনের বেশির ভাগ সময় কেটেছে ঢাকার সাধারণত ছােটোগল্প ও উপন্যাস লেখেন। কবিতার । এবারই প্রথম। প্রকাশিত গ্রন্থ: শূন্যস্থান পূরণ ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ)। শেকড় (উপন্যাস)। আসমানি রঙের বাড়ি (গল্পগ্রন্থ) মেঘের সাথে আড়ি (গল্পগ্রন্থ)। ভালােবাসার ষড়ভুজ (উপন্যাস)।