এ. এস. আশরাফউদ্দিন আহমদ
এ.এস. আশরাফউদ্দিন আহমদ ১৯৪১ খ্রী: ২৮ জানুয়ারি বিক্রমপুরের সিরাজদিখান থানাধীন। খিলগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আবু নছর আফরোউদ্দিন আহমদ, মাতা- মহাকবি কায়কোবাদের কনিষ্ঠা কন্যা জেবউন্নিসা বেগম। স্ত্রী কামরুননেছা আশরাফ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর অবসরপ্রাপ্ত চীফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (আর/এস)। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। আশরাফউদ্দিন আহমদ স্থানীয় ঐতিহ্যবাহী ইছাপুরা হাই ইংলিশ স্কুল থেকে ১৯৫৬ খ্রি: ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ খ্রি: ঢাকা কলেজ থেকে আই.এ পাস করেন। ১৯৬২ খ্রি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অনার্সসহ ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে (১৯৬৮ খ্রি:) একই বিশ্ববিদ্যালয়। থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৫ খ্রি: প্রতিযােগিতামূলক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তদানীন্তন হাবিব ব্যাংক লি: (বর্তমানে অগ্রণী ব্যাংক লি:)-এ প্রবেশনারী অফিসার হিসেবে যােগদান করেন এবং পর্যায়ক্রমে পদোন্নতির মাধ্যমে মহাব্যাবস্থাপক (পরিচালন) পদে উন্নীত হয়ে অবসর গ্রহণ করেন। তিনি রোম (ইতালি) ভিত্তিক IFAD ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে “Employment Generation Project for Rural Poor” আওতাধীন MEDU এর প্রথম প্রকল্প। পরিচালকের দায়িত্বও সফলতার সাথে পালন। করেন। অগ্রণী ব্যাংক-এর মহাব্যবস্থাপক পদ তার কর্ম জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অবসর গ্রহণের পর তিনি প্যারামাউন্ট ইস্যুরেন্স কো: লি: এ সুদীর্ঘ ১৬ বছর কর্মরত থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি ইসলামী কর্মাশিয়াল ইস্যুরেন্স কো: লি: এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত আছেন।