Skip to Content
Filters

author.name

এ. এস. এম. বাবর আলী

আ শ ম বাবর আলীর জন্ম সাতক্ষীরা জেলার নলতা গ্রামে ১৯৪২ সালের ২৯ নভেম্বর । ১৯৫৯ সালে ম্যাট্রিক পাস করেন। নলতা হাইস্কুল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম. এ. পাস করেন। ১৯৬৫ সালে। ১৯৬৮ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি. এড পাস করেন। পরবর্তীতে বিসিএস। একটি বেসরকারি কলেজে অধ্যাপনার মাধ্যমে তাঁর চাকরি জীবন শুরু হয়। পরে সরকারি চাকরিতে যােগদান করেন। ২০০০ সালে চাকরি থেকে পুরােপুরি অবসর গ্রহণ করেন। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৫৩ সালে মওলানা আকরাম খাঁ সম্পাদিত দৈনিক আজাদের মুকুলের মাহফিলে। পরবর্তীতে ইত্তেফাক, সংবাদ, পূর্বদেশ, সওগাত, মােহাম্মদী, সমকাল, মাহে-নও, ঝিনুক, সাতরঙ প্রভৃতি দৈনিক ও মাসিক পত্রিকাতে তার লেখা প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হতে থাকে।