এ. কে. এ. ফিরোজ নুন
এ. কে. এ. ফিরোজ নুন (৪ জানুয়ারি ১৯৪৬ - ২৩ ডিসেম্বর ২০০৬) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি বিএনপির রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। বিএনপির সাবেক রাজনৈতিক ও অর্থনৈতিক গবেষণা সম্পাদক, ফিরোজ ১৯৯১-১৯৯৬ সময়কালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র লীগের (১৯৬৬-১৯৬৭) ভিপিও ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর পাঁচটি বইয়ের লেখক ছিলেন নুন। প্রকাশনার মধ্যে অন্তর্ভুক্ত: আমার রাজনীতির রূপরেখা (১৯৮৬) জিয়া কেনো জনপ্রিয় (১৯৯১) ছোটদের জন্য জিয়াউর রহমান (১৯৯১) ছোটদের কোমল জনতার জিয়া (২০০২) শহীদ জিয়ার শ্রেষ্ঠ বক্তৃতা (২০০২) নুন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য অতীশ দীপঙ্কর স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন।